নিজস্ব প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার পক্ষ থেকে ডেঙ্গু মশার বিস্তার রোধে মশার লার্ভা বিনষ্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকালে পৌর প্রশাসক (উপজেলা সহকারী কমিশানর (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত সপ্তাহব্যাপী চলমান এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা পরিষদ চত্তর এলাকা থেকে শুরু হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন এলাকায় ঘুরে লার্ভি সাইট চিহ্নিত করে মশার লার্ভা নষ্টের জন্য এমন উদ্যোগ নেয়া হয়। এসময় পৌরসভার প্রশাসক আব্দুল্লাহ আল রিফাত ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তরিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক সামিউল মনির, পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাশ, সাংবাদিক উৎপল মন্ডল, ডাঃ আবু কওছার প্রমুখ।
কার্যক্রমের উদ্বোধনকালে পৌর প্রশাসক বলেন, সরকারি ব্যবস্থার পাশাপাশি ডেঙ্গুর বিস্তার রোধে প্রতিটি নাগরিককে সজাগ থাকতে হবে। বদ্ধ স্থানে পানি জমে থাকার বিষয়টি সমাধানের সাথে সাথে গৃহস্থলীর পাশ্বস্থ ড্রেণ ও জলাকার ছাড়াও বাড়ির পাশ্বস্থ বাগান পরিস্কার রাখতে হবে। পরিচ্ছন্ন পৌরসভা গঠনে তিনি সকল নাগরিকের আন্তরিক সহায়তা চান।