সাঈদ ইবনে হানিফ। বাঘারপাড়ায় জাতীয় তামাক মুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
৯ই অক্টোবর দুপুরে উপজেলার হাজী বাগু বিশ্বাস, শমসের বিশ্বাস নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ওর্য়াক ফর বেটার বাংলাদেশ এর সহযোগিতায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, গণ অধিকার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ ইকরামুল কবির মিঠু, সমন্বয়কারী অজয় কুমার বিশ্বাস, রিনা আক্তার, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল জব্বার, মোস্তাফিজুর রহমান, জয়ন্তী রানি পোদ্দার, জামান হোসেন সহ এলাকার বিভিন্ন শ্রেণীর স্বচেতন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
বিদ্যালয়ের হল রুমে আয়োজিত এই আলোচনা সভায় (গন অধিকার) ফাউন্ডেশনের পরিচালক মোঃ ইকরামুল কবির মিঠু তামাক এবং তামাক জাতদ্রব্যর বিভিন্ন ক্ষতিকর দিক সম্পর্কে আলোচনা করেন। এসময় উপস্থিত সকলে তামাক মুক্ত পরিবার গঠনের অঙ্গীকার করেন। আলোচনা শেষে একটি র্্যলি বিদ্যালয় প্রাঙ্গন প্রদক্ষিণ করেন।