1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস অনুষ্ঠিত - টেলিগ্রাফ বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :

শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৪৮ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি। “আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) সকাল থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অগ্নি নির্বাপণ মহড়া এবং র‍্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও সিপিপি শ্যামনগরের বাস্তবায়নে দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্ত্বরে ফায়ার সার্ভিস শ্যামনগর ষ্টেশনের আয়োজনে গ্যাস সিলিন্ডারের আগুন নিভানোর কৌশল শেখানো হয়। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, সিপিপি শ্যামনগরের সহকারী পরিচালক মুন্সি নূর মোহাম্মদ, শ্যামনগর প্রেসক্লাবের সম্পাদক মোস্তফা কামাল, এনজিও সমন্বয় পরিষদ সম্পাদক গাজী ইমরান প্রমুখ উপস্থিত অতিথিরা দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে দুর্যোগ সহনশীল করে গড়ে তোলার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেন।

অনুষ্ঠানে এনজিও প্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন, যা দিবসটির তাৎপর্যকে আরও বৃদ্ধি করেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews