রফিকুল ইসলাম মন্টু দেবহাটা প্রতিনিধি। “সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গনতন্ত্রের রক্ষাকবচ” দেবহাটা সুজনের উদ্যোগে নাগরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ ই অক্টোবর শুক্রবার সকাল ৯ টায় দেবহাটা মডেল মসজিদ কমপ্লেক্স, ডাঃ এম আমিরুল ইসলামের পরিচালনায়। উক্ত সাধারন সভায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবের সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খুলনা বিভাগীয় সুজনের সমন্বয়ক মোঃ মাসুদুর রহমান (রঞ্জু) প্রধান আলোচক উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সুজন-সুশাসনের নাগরিকের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ চন্দ্র সরকার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সুজন কমিটির সাধারণ সম্পাদক হেদায়েতুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক এস এম সেলিম প্রচার সম্পাদক সাদিকুর রহমান (বাবলা) সাতক্ষীরা সদর উপজেলা সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর বহার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহেদুজ্জামান সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভোমরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জি,এম আব্বাজ, সংগঠনিক আব্দুল্লাহ আল মামুন,রাজু আহমেদ সহ আরো অনেকেই।বক্তারা বলেন,এই সুজন একটি অরাজনৈতিক সংগঠন কোন রাজনৈতিক নেতাদের নিয়ে এই সংগঠন করা যাবে না।