নিজস্ব প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগরে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে উদয় বৈদ্য (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।বৃহস্পতিবার বাড়ির পাশে বাঁশ কাটতে গেলে অসাবধানবশত বিদ্যুতায়িত হয়ে এ দূর্ঘটনা ঘটে।
উদয় বৈদ্য বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভামিয়া পোড়াকাটলা গ্রামের মৃত হাজারী লাল বৈদ্যর ছেলে। তিনি পেশায় একজন কবিরাজ বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যা ছয়টার দিকে উদয় বৈদ্য বাড়ির পাশের ঝাড়ে বাঁশ কাটছিলেন। এসময় বাঁশের উপর দিয়ে বয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সাথে বাঁশের স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
নিহতের মেজ ছেলে স্বপন বৈদ্য বলেন, গতকাল বুধবার সন্ধ্যায় ঝড়ে বাড়ির পেছনের দিকের বাঁশ কাটতে যায়। রাত হলেও বাবা বাড়ি না ফিরলে আমরা ভাবি যেহেতু তিনি কবিরাজি করেন সেহেতু কারো বাড়ি তার সেই পেশায় ব্যস্ত আছেন। পরে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বাড়ি থেকে কাজে বের হতে গিয়ে দেখতে পাই বাঁশ ঝাড়ের বাশের ওপর পরে রয়েছেন বাবা। পরে স্থানীয়দের সহায়তায় তাকে নামানো হয় ততক্ষনে তার মৃত্যু হয়।
এব্যাপারে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মৃতের পরিবারের বরাতে জানান, বাঁশ কাটার সময় রাস্তার উপরে ১১ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক তার স্পৃর্শে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভামিয়া এলাকায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে এমন খবরে সেখানে পুলিশ সদস্য পাঠানো হয়। পরে পরিবার, এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধির সম্মতিতে মৃত্যুদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।