খাজুরা প্রতিনিধি। বাঘারপাড়ার খাজুরা বাজার ব্রীজ সংলগ্ন সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) নামের এক এনজিও কর্মীর মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।
উন্নয়ন সংস্থার ম্যানেজার ফারুক হোসেন জানান, মোর্শেদ আলম ফারাজী(২৮) আমার অফিসের জুনিয়র কর্মসুচী সংগঠক। প্রতিদিনের ন্যায় গতকাল (শুক্রবার) রাত ১০.১৫ দিকে দরজা বন্ধ করে ঘুমাতে যায়। আজ শনিবার সকাল ৯ টা থেকে অফিস শুরু হলে অফিসের অন্যান্য কর্মীরা সময়মত আসলেও মোর্শেদ আলমের আসতে দেরী দেখে অন্য কর্মীরা গিয়ে ঘরের দরজা নাড়ে্ন । কিন্তু ভিতর থেকে কোন সাড়া শব্দ পায়না। এরপরে মোবাইল করে ও কোন সাড়া না পেয়ে আশপাশের লোকদের খবর দেয় এবং ঘরের জানালা দিয়ে নাড়া দিয়ে দেখেন মোর্শেদ আলমের দেহটি অবস হয়ে গেছে ।
এসময় স্থানীয় খাজুরা পুলিশ ক্যাম্পে খবর দিলে এস আই অভিজিৎ সিংহ রায় ও এএসআই ছবেদ হোসেন ঘটনা স্থলে উপস্থিত হয়ে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঠুকে মরাদেহ উদ্ধার করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক ধারনা তিনি হয়তো হার্টব্লকে মারা গেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারন জানা যাবে।
নিহত এনজিও কর্মী মোর্শেদ সাতক্ষীরার তালা উপজেলার হরিহরনগর গ্রামের এনায়েত গাজীর ছেলে।