রফিকুল ইসলাম মন্টু দেবহাটা প্রতিনিধি। জাতীয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজ কল্যাণ পরিষদ থেকে সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানকে চেক প্রদান করা হয়।
দেবহাটা উপজেলার ছয়টি স্বেচ্ছাসেবী সংগঠনকে বুধবার ৩০ শে অক্টোবর বেলা বারোটার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান অফিস কক্ষে প্রত্যেক প্রতিষ্ঠানকে ১৬০০০ টাকার চেক বিতরণ করা হয়।
ছয়টি স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে দেবহাটা অফিসার্স ক্লাবের পক্ষে চেক গ্রহণ করেন দেবহাটা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা অধীর কুমার গাইন, সখিপুর আশার আলো এনজিও সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল আজাদ, দেবহাটা অনিক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবু সাঈদ ,দেবহাটা নোউর ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের, দেবহাটা কীর্তনীয়া শিল্পী সঙ্ঘের পক্ষে রাজীব কুমার বিশ্বাস এবং দেবহাটা পারুলিয়া আইডিয়াল সংস্থার নির্বাহী ডক্টর নজরুল ইসলাম।