1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
শ্যামনগরে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত  - টেলিগ্রাফ বাংলাদেশ
বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন

শ্যামনগরে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত 

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৫৪ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। 

“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি ও আলোচনা সভাসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। উদ্যোগ ও কাজে অবদানের স্বীকৃতিস্বরুপ বিভিন্ন সমবায়ীকে এসময় পুরস্কৃত করা হয়। 

এর আগে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। এছাড়া সমবায় দিবসের আলোচনায় অন্যান্যের মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার কান্তি মজুমদার, হিসাব রক্ষক কর্মকর্তা নাছিমা খাতুন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সুব্রত কুমার বিশ্বাস, সাবেক অধ্যক্ষ ওসমান গনী, বিএনপির সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ, আব্দুস সামাদ, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এসময় উপজেলার সকল সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্যরা উপস্থিত ছিলেন। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন গ্রাম্য ডাক্তার কল্যান সমিতির সভাপতি ডাক্তার আবু কাওসার।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews