নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি । অভয়নগর উপজেরার নওয়াপাড়া পৌরসভার বিভিন্না মাদ্রাসায় সাবেক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনাই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ আসর নওয়াপাড়া পৌরসভা কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো আসাদুজ্জামান জনির সার্বিক তত্ত্বাবধানে দোয়া মাহফিল পরিচালনা করেন ইমাম হাপেজ আমির আলী ইসলাম, এসময় আরও উপস্থিত ছিলেন, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক জহির উদ্দিন, ওয়ার্ড বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, সদস্য মো, হাদি, ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক তরিকুল ইসলাম, সদস্য সচিব অসিউল্লাহ, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রনি গাজী, যুগ্ম আহবায়ক মো মিথুন, মনিরুল ইসলাম, সদস্য মো সুহাগ, ওয়ার্ড ছাত্র দলের সভাপতি জাওয়াদ প্রমুখ।