সাতক্ষীরার দেবহাটা উপজেলার (পএ পত্রিকা পরিবেশক) আলাউদ্দীন তার অসুস্থ্য নাতনী মোছাঃ আরিসা খাতুনের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। তার নাতনী অসুস্থ্য হয়ে ৭/৮ দিন ধরে সাতক্ষীরা সি.বি হাসপাতালের আই.সি.ইউতে চিকিৎসাধীন রয়েছে। আলাউদ্দীন জানান, সবাই আমার নাতনির জন্য দোয়া করবেন সে যেন অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসে।