মোঃনাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধি। শরণখোলা উপজেলার নিবন্ধিত তিন হাজার শিশুর মাঝে শীত নিবারনের জন্য ওয়ার্ল্ড ভিশনের শরণখোলা এরিয়া প্রোগ্রামের আয়োজনে তিন হাজার কম্বল বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয় ।
শরণখোলা উপজেলার ৩ নং রায়েন্দা ইউনিয়নের রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে নিবন্ধিত শিশুর মাঝে কম্বল বিতরণের শুভ উদ্বোধন করেন শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ। শিশুদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শরণখোলা উপজেলার ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ক্যারল সুশ্রী।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ শিশুদের অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন প্রত্যেক শিশুকে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করে তোলার জন্য ওয়ার্ল্ড ভিশন খুব ভালো কাজ করছে। এ সময় উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহের সহধর্মিনী আইসিটি বিষয়ক কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান শরণখোলা উপজেলার ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার লিপু ডিও স্পন্সারশিপ এন্ড চাইল্ড প্রটেকশন অফিসার চার্চিল দাস।
নিবন্ধিত শিশুর অভিভাবকরা শীত নিবারণের জন্য কম্বল পেয়ে সন্তুষ্টি প্রকাশ সহ ওয়ার্ল্ড ভিশনকে ধন্যবাদ জানিয়েছেন। আজ থেকে শরণখোলা উপজেলার চার ইউনিয়নের ওয়ার্ল্ড ভিশনের নিবন্ধিত শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হবে। ওয়ার্ল্ড ভিশনের নিবন্ধিত শিশুদের মাঝে বিতরণ করা কম্বল গুলো মানসম্মত। ওয়ার্ল্ড ভিশন শিশুদের মান উন্নয়নে কাজ করছে।