প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান গাজীর নেতৃত্বে বুধবার (১১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় শ্যামনগর বাসস্ট্যান্ডের কৃষক দলের দলীয় কার্যালয় থেকে বিশাল একটি র্যালি বের করা হয়ে র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা কৃষক দলের আয়োজনে দলীয় কার্যালয়ে এক আলোচনা সবার আয়োজন করা হয় এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উক্ত আলোচনা সভায় বক্তব্য দেন শ্যামনগর উপজেলা কৃষকদলের আহবায়ক নুরুজ্জামান গাজী, সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান, যুগ্ম আহবায়ক আনিছুর রহমান আনাচ, যুগ্ন আহবায়ক শাহ নওয়াজ প্রমুখ।শ্যামনগরে কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত