প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)
বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতীয় গণমাধ্যমে মিথ্যাচার, আগরতলায় বাংলাদেশ সহকারি হাই কমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননাসহ সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে শ্যামনগরে সম্প্রীতি র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১২ই ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ টায় বিএনপি নেতা ডক্টর মনিরুজ্জামান মনির এর নেতৃত্বে সম্প্রতি র্যালি ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়।
শ্যামনগর উপজেলা কৃষক দলের কার্যালয়ের সামনে থেকে শুরু করে মিছিলটি শ্যামনগর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কৃষক দলের দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এবং পরবর্তীতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জি.এম লিয়াকত আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবির, সাংগঠনিক সম্পাদক গোলাম আলমগীর, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব ও পূজা উদযাপন পরিষদের ঈশ্বরীপুর ইউনিয়ন সভাপতি সুকান্ত কুমার আউলিয়া।
এ সময় অন্যান্যের মধ্যে ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. ইব্রাহিম খলিল, কৈখালী ইউনিয়ন বিএনপির সভাপতি খায়ের মল্লিক, বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গফুর সরদার, সাধারণ সম্পাদক আমীর আলী, শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিঠু, উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ নুরুজ্জামান, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম, উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, শামসুদ্দোহা টুটুল, হিন্দু নারী নেত্রী কনিকা রানীসহ সহস্রাধিক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে বিএনপি নেতা মনিরুজ্জামান মনির বলেন, বাংলাদেশের জনগণ ভারত বিরোধী নয়, ভারতের এক চোখা নীতি বিরোধী। আমাদের এই স্বাধীন বাংলাদেশের জনগণকে অনিরাপদ করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার ভারতীয় দোসররা। তাদের এসব দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে জাতীয়তাবাদী আদর্শের বিএনপি নেতাকর্মীদের।
আমরা সেই কাজে সর্বদা প্রস্তুত আছি। তিনি আরও বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশনা মতে সবাইকে সাথে নিয়ে দেশ পুনঃগঠন করা এবং দেশের সকল ধর্মের মানুষ নিশ্চিন্তে বসবাস করবে এটাই আমাদের অঙ্গীকার। ধর্ম যার যার আর নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের। জনগণের আস্থা বিশ্বাস আর ভালবাসায় আমাদের অর্জন করতেই হবে।