প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শ্যামনগর উপজেলার সাবেক সভাপতি সাগর কুমার মন্ডলকে গ্রেফতার করেছে শ্যামনগর থানা পুলিশ। ১৭ই জানুয়ারি শুক্রবার রাত ৮ টার সময় শ্যামনগর উপজেলার পরানপুর বাজারের গঙ্গার মোড় থেকে তাকে আটক করে।
আটক কৃত ব্যক্তি হলেন শ্যামনগর উপজেলার পরানপুর গ্রামের সুভাষ চন্দ্র মন্ডলের ছেলে সাগর কুমার মন্ডল (৩০)।
জানাযায়, ২০১৯ সালের ১০ই জুন থেকে তিন বছর শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর কুমার মন্ডলকে গাবুরার বিস্ফোরক দ্রব্য, মারামারি ও চাঁদাবাজি মামলায় গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।