প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলার প্রতিনিধিদের সাথে শ্যামনগর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্রদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ১৯শে জানুয়ারি শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।
শ্যামনগর বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আহ্বায়ক আরাফাত হোসেন।
প্রধান অতিথি এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের খোঁজখবর নেন এবং এসব প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময় দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এখনো কীভাবে দায়িত্ব পালন করছেন এবং অনিয়মের সাথে জড়িত কিনা, সে বিষয়ে উপস্থিত ছাত্র প্রতিনিধিদের সক্রিয় থাকার পরামর্শ দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুখ্য সংগঠক আল শাহরিয়ার, মুখপাত্র মোহিনী পারভীন, এবং আল শাহরিয়ার রুম্মন। এছাড়া সভায় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বৈষম্য বিরোধী আন্দোলনকে আরও গতিশীল করতে ছাত্রসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।