1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
ঢাকার ছয় খাল সংস্কারের উদ্বোধন, লাল গালিচায় হেঁটে খালে নামলেন উপদেষ্টারা - টেলিগ্রাফ বাংলাদেশ
সোমবার, ১০ মার্চ ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন

ঢাকার ছয় খাল সংস্কারের উদ্বোধন, লাল গালিচায় হেঁটে খালে নামলেন উপদেষ্টারা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৯ জন খবরটি পড়েছেন
ঢাকার ছয় খাল সংস্কারের উদ্বোধন, লাল গালিচায় হেঁটে খালে নামলেন উপদেষ্টারা

রাজধানীর মিরপুরে আজ রবিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ছয়টি খাল সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা লাল গালিচা বিছানো পথ দিয়ে হেঁটে বাউনিয়া খালের খনন কাজ শুরু করে এই উদ্যোগের সূচনা করেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

লালগালিচা বিছানো পথে খালে নামলেন তিন উপদেষ্টা, উদ্বোধন করলেন খননকাজ

উপদেষ্টারা খালে ভাসমান খননযন্ত্রে উঠে কাজ শুরু করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান জানান, এই ফেব্রুয়ারির মধ্যে ঢাকা শহরের চারটি নদীকে দূষণমুক্ত করার কাজ শুরু হবে। তিনি আরও বলেন, জিপিএস দিয়ে সব দূষণ ম্যাপিং করা হয়েছে এবং একেকটি নদীর নিচে তিন থেকে পাঁচ মিটার পলিথিনের স্তর রয়েছে।

এই প্রকল্পের মাধ্যমে ঢাকা শহরের ভেতরের ও চারপাশের সব জলাধারের কার্যকর ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার করে নগরজীবনের পরিবেশগত, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সাধন করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews