পতিত স্বৈরশাসক শেখ হাসিনার ছবি ব্যবহার করে ডাস্টবিন তৈরি করে তাকে অসম্মান করার অভিযোগে প্রেসসচিব শফিকুল আলমের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। একইসঙ্গে তারা শফিকুল আলমের অপসারণের দাবিও জানিয়েছে।
মুক্তিযুদ্ধ মঞ্চ বলছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই জঘন্য কাজ করা হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে একটি ন্যাক্কারজনক অধ্যায় হিসেবে বিবেচিত হবে।
সংগঠনটি আরো জানায়, এই ঘটনার মাধ্যমে সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তির এজেন্ডা বাস্তবায়ন করা হয়েছে। তারা অভিযোগ করে, শফিকুল আলম ডাস্টবিনের সামনে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে নিজের ঘৃণ্য চরিত্র প্রকাশ করেছেন।
এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে।