সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ‘আয়নাঘর’ এর গুজবের অবসান ঘটিয়েছে ফায়ার সার্ভিসের তদন্ত। গত পাঁচ ফেব্রুয়ারি ভাঙা হওয়া ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির বেজমেন্ট থেকে পানি সরিয়ে তল্লাশি চালিয়েও কোনো অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর জোনের স্টেশন অফিসার মিজানুর রহমান জানিয়েছেন, গত রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত বাড়িটির বেজমেন্টে জমে থাকা পানি পাম্পের মাধ্যমে সরানো হয়। কয়েক ঘণ্টার অভিযানে কোনো ‘আয়নাঘর’ বা গোপন বন্দিশালার অস্তিত্ব পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত সপ্তাহে বাড়িটি ভাঙার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেজমেন্টে ‘আয়নাঘর’ থাকার গুজব ছড়িয়ে পড়ে। এই গুজবের ভিত্তিতে অনেকেই বাড়িটিতে তল্লাশি চালানোর দাবি তুলেছিলেন।
এই ঘটনার পর ফায়ার সার্ভিসকে পানি সরানোর দায়িত্ব দেওয়া হয়। তাদের তদন্তে এই গুজবের কোনো সত্যতা পাওয়া যায়নি।