প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।
শ্যামনগরে বৈষম্যবিরোধী ছাত্র জনতা কফিন মিছিল করেছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী গাজীপুরে আওয়ামী লীগ সন্ত্রাস বাহিনী শহীদ বীর কাসেমকে হত্যার প্রতিবাদে ও আওয়ামী লীগের নিষেধের দাবি জানিয়ে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় কফিন মিছিল অনুষ্ঠিত হয়।
১২ই ফেব্রুয়ারি বুধবার রাত ৯টায় শ্যামনগর উপজেলার চৌরাস্তা মোড় থেকে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটিতে বিভিন্ন স্লোগানে মুখরিত ছিলো।
শ্যামনগরে কফিন মিছিল থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রজনতা গাজীপুরে আওয়ামী লীগ সন্ত্রাস বাহিনী কতৃক শহীদ বীর কাসেমকে হত্যার তীব্র নিন্দা জানান। এবং হামলাকারী ও খুনিদের দের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।