কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট কৃষ্ণনন্দবকশী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশিদের উপর নির্যাতন চালিয়েছে। গত শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে।
বিএসএফের হামলায় কমপক্ষে ছয় বাংলাদেশি আহত হয়েছেন। আহতরা হলেন ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা।
বিজিবি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। বিজিবি কর্মকর্তারা বিএসএফকে এই ঘটনার জন্য দায়ী করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এই ঘটনার পর সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বিএসএফের এই আচরণে ক্ষুব্ধ। তারা সরকারের কাছে বিএসএফের এই আক্রমণের বিচার দাবি করেছেন।