ক্রীড়া ডেস্ক।
এক যুগ পর ফের চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে ভারত। এই জয়ে উচ্ছ্বসিত ভিরাট কোহলি মনে করেন, আগামী ৮-১০ বছর বিশ্ব ক্রিকেট শাসন করার ক্ষমতা রাখে তার দল। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া এই দলের ওপর যথেষ্ট আস্থা রয়েছে তার।
চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর ভিরাট কোহলি বলেন, “ছেড়ে যাওয়ার সময় দলকে আরও ভালো জায়গায় রেখে যেতে চাই। আমার মনে হয়, আমাদের এমন একটি স্কোয়াড আছে, যা আগামী আট থেকে দশ বছর বিশ্বকে দেখিয়ে দিতে পারে।” তিনি শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল এবং হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্সের বিশেষ প্রশংসা করেন।
কোহলি আরও বলেন, “ওরা চেষ্টা করছে খেলাটাকে আরও এগিয়ে নিতে। ওদেরকে সহায়তা করতে পেরে, অভিজ্ঞতা ভাগাভাগি করতে পেরে আমরা (অভিজ্ঞরা) খুশি। এটিই ভারতীয় দলকে শক্তিশালী করে তুলেছে।” তিনি চ্যাম্পিয়নস ট্রফি জয়ের কৃতিত্ব দলের সবাইকে দিয়েছেন।