বাঘারপাড়া প্রতিনিধি। নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে যশোরের বাঘারপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পৌর ছাত্রদলের আয়োজনে মঙ্গলবার সকালে বাঘারপাড়া পৌরভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন পৌর ছাত্রদলের সদস্যসচিব হৃদয় তারেক।
দেশব্যাপী নারীর বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে এদিন মানববন্ধনে বক্তব্য রাখেন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুমন পারভেজ, সদস্য রাতুল হাসান,বাঘারপাড়া ডিগ্রী কলেজ শাখার ছাত্রদলের যুগ্ম আহবায়ক হৃদয় হাসান,নারিকেলবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি শিহাব, ধর্ম বিষয়ক সম্পাদক আবু রায়হানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।