1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নারীর প্রতি সহিংসতা রোধে পুলিশের বিশেষ হটলাইন - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন

নারীর প্রতি সহিংসতা রোধে পুলিশের বিশেষ হটলাইন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৫৯ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

নারীর প্রতি সহিংসতা রোধে হটলাইন সেবার পাশাপাশি শর্টকোড চালু করতে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। পুলিশের ডিজিটাইজেশনে সরকারের চারটি উদ্যোগের মধ্যে এটি অন্যতম। এছাড়াও পুলিশের অভ্যন্তরীণ যোগাযোগের জন্য আধুনিক অ্যাপ এবং অনলাইন জিডি ও এফআইআর পদ্ধতি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, “বর্তমানে যে জাতীয় হেল্পলাইন ৩৩৩ রয়েছে, তার সাথে আরেকটি ৩ যোগ করে ৩৩৩৩ ডায়াল করে নারী নির্যাতন বিষয়ক যে কোনো অভিযোগ করা যাবে।”

তিনি আরও বলেন, “নারীরা যাতে নিঃসংকোচে অভিযোগ জানাতে পারেন, সে লক্ষ্যে কল সেন্টারে শতভাগ নারী সদস্য রাখার পরিকল্পনা করা হচ্ছে।”

অনলাইনে সাধারণ ডায়েরি করার পদ্ধতিতে পরিবর্তন আনা হচ্ছে এবং অনলাইন এফআইআর পদ্ধতি চালু করা হচ্ছে। এছাড়াও, পুলিশ কর্মকর্তাদের অভ্যন্তরীণ যোগাযোগের জন্য ‘পুশ টু টক’ অ্যাপ তৈরি করা হচ্ছে, যেখানে তথ্য পাচার রোধে কার্যকর ব্যবস্থা থাকবে।

অভিযোগ ব্যবস্থাপনার জন্য ‘ইন্সিডেন্টস ট্র্যাকিং সিস্টেম’ তৈরি করা হচ্ছে, যেখানে সব ধরনের মেসেজ আদান-প্রদান ও যোগাযোগ সংরক্ষণ করা হবে। এর ফলে, অপরাধের ঘটনায় কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা সহজেই জানা যাবে।

এই উদ্যোগগুলো বাস্তবায়নে আইসিটি বিভাগ থেকে কারিগরি সহায়তা দেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews