আড়াইহাজার প্রতিনিধি।
আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাক মিয়ার ব্যাংক অ্যাকাউন্টে গত ১৬ বছরে সাড়ে ১৪ হাজার কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই ঘটনায় লাক মিয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে সংস্থাটি।
দুদকের অনুসন্ধানে জানা গেছে, লাক মিয়া ঘুষ, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, জমি দখল ও মাদক ব্যবসার মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন। তার ৫৮ কোটি ৬৯ লাখ টাকার সম্পদের মধ্যে ৫৫ কোটি ২৩ লাখ টাকার বৈধ উৎস পাওয়া যায়নি। এছাড়া, তার স্ত্রী মাহমুদা বেগমের ১৫ কোটি ৮৭ লাখ টাকার সম্পদের মধ্যে ১৪ কোটি ৫০ লাখ টাকার বৈধ উৎস পাওয়া যায়নি।
স্থানীয়দের অভিযোগ, লাক মিয়া সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন এবং তার অবৈধ উপার্জিত অর্থ বিদেশে পাচার করতেন।
দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, লাক মিয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় লাক মিয়াকে গ্রেফতার করা হয়েছে এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।