ডেস্ক নিউজ।
বাংলাদেশ সেনাবাহিনী ৯৫তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের জন্য ‘কমিশন্ড অফিসার’ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং এটি চলবে ২১ মার্চ ২০২৫ পর্যন্ত।
নিয়োগের যোগ্যতা ও শর্তাবলী
প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় অন্তত একটিতে জিপিএ-৫ এবং অন্যটিতে ন্যূনতম জিপিএ-৪.৫০ পেতে হবে। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেলে নির্দিষ্ট গ্রেড পেতে হবে। ২০২৫ সালের এইচএসসি বা ‘এ’ লেভেলের পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন, তবে তাদের অবশ্যই এসএসসিতে জিপিএ-৫ এবং ‘ও’ লেভেলে নির্ধারিত ফলাফল থাকতে হবে।
প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে এবং বয়স ১ জানুয়ারি ২০২৬ অনুযায়ী ১৬.৫ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। সশস্ত্র বাহিনীতে কর্মরতদের ক্ষেত্রে বয়সসীমা ২৩ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
শারীরিক যোগ্যতা
আবেদন প্রক্রিয়া ও ফি
আগ্রহী প্রার্থীরা অনলাইনে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন ফি বাবদ ২,০০০ টাকা টেলিটক, ভিসা/মাস্টার কার্ড, ট্যাপ, বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে জমা দিতে হবে।
নির্বাচন প্রক্রিয়া
প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীরা তিন বছরের বিএমএ প্রশিক্ষণ সম্পন্ন করে ‘লেফটেন্যান্ট’ পদে কমিশন লাভ করবেন। সরকার নির্ধারিত বেতনক্রম অনুযায়ী তারা বেতন ও অন্যান্য সুবিধা পাবেন। সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় দেশ-বিদেশে প্রশিক্ষণ গ্রহণ, উচ্চশিক্ষা, চিকিৎসা সুবিধা ও পরিবার-সন্তানদের জন্য উন্নত শিক্ষার সুযোগ পাওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ: ২১ মার্চ ২০২৫
আবেদনসংক্রান্ত বিস্তারিত জানতে সেনাবাহিনী সদর দপ্তর, পারসোনেল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর, ঢাকা সেনানিবাসে যোগাযোগ করা যাবে।