1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার নিয়োগ, আবেদন চলবে ২১ মার্চ পর্যন্ত - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন

বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার নিয়োগ, আবেদন চলবে ২১ মার্চ পর্যন্ত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৯১ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

বাংলাদেশ সেনাবাহিনী ৯৫তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের জন্য ‘কমিশন্ড অফিসার’ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং এটি চলবে ২১ মার্চ ২০২৫ পর্যন্ত।

নিয়োগের যোগ্যতা ও শর্তাবলী

প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় অন্তত একটিতে জিপিএ-৫ এবং অন্যটিতে ন্যূনতম জিপিএ-৪.৫০ পেতে হবে। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেলে নির্দিষ্ট গ্রেড পেতে হবে। ২০২৫ সালের এইচএসসি বা ‘এ’ লেভেলের পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন, তবে তাদের অবশ্যই এসএসসিতে জিপিএ-৫ এবং ‘ও’ লেভেলে নির্ধারিত ফলাফল থাকতে হবে।

প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে এবং বয়স ১ জানুয়ারি ২০২৬ অনুযায়ী ১৬.৫ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। সশস্ত্র বাহিনীতে কর্মরতদের ক্ষেত্রে বয়সসীমা ২৩ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

শারীরিক যোগ্যতা

  • পুরুষ: উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৫৪ কেজি
  • নারী: উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, বুকের মাপ ২৮-৩০ ইঞ্চি, ওজন ৪৬ কেজি

আবেদন প্রক্রিয়া ও ফি

আগ্রহী প্রার্থীরা অনলাইনে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন ফি বাবদ ২,০০০ টাকা টেলিটক, ভিসা/মাস্টার কার্ড, ট্যাপ, বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে জমা দিতে হবে।

নির্বাচন প্রক্রিয়া

  • স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা: আগামী ১৫-৩০ এপ্রিল সেনানিবাসে অনুষ্ঠিত হবে।
  • লিখিত পরীক্ষা: ৯ মে ২০২৫, যেখানে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।
  • আইএসএসবি পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ঢাকা সেনানিবাসে আইএসএসবি পরীক্ষায় অংশ নিতে হবে।
  • চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা: আইএসএসবি পরীক্ষায় উত্তীর্ণদের স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত যোগ্যতা নির্ধারণ করা হবে।
  • চূড়ান্ত নির্বাচন: সেনা সদর দপ্তরের চূড়ান্ত অনুমোদনের পর নির্বাচিত প্রার্থীদের যোগদানের নির্দেশনা দেওয়া হবে।

প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা

নির্বাচিত প্রার্থীরা তিন বছরের বিএমএ প্রশিক্ষণ সম্পন্ন করে ‘লেফটেন্যান্ট’ পদে কমিশন লাভ করবেন। সরকার নির্ধারিত বেতনক্রম অনুযায়ী তারা বেতন ও অন্যান্য সুবিধা পাবেন। সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় দেশ-বিদেশে প্রশিক্ষণ গ্রহণ, উচ্চশিক্ষা, চিকিৎসা সুবিধা ও পরিবার-সন্তানদের জন্য উন্নত শিক্ষার সুযোগ পাওয়া যাবে।

আবেদনের শেষ তারিখ: ২১ মার্চ ২০২৫

আবেদনসংক্রান্ত বিস্তারিত জানতে সেনাবাহিনী সদর দপ্তর, পারসোনেল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর, ঢাকা সেনানিবাসে যোগাযোগ করা যাবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews