1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৬ বলে ৬ ছক্কা থেকে ৩৯ বলে শতকে: আর্যর উত্থান - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১২:২৭ অপরাহ্ন

৬ বলে ৬ ছক্কা থেকে ৩৯ বলে শতকে: আর্যর উত্থান

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১১৮ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাত্র ৩৯ বলে শতক হাঁকিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন পাঞ্জাব কিংসের বাঁহাতি ওপেনার প্রিয়াংশ আর্য। আইপিএলে এটি ইতিহাসের চতুর্থ দ্রুততম সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক না হওয়া কোনো ব্যাটসম্যান হিসেবে এটি দ্রুততম সেঞ্চুরি।

ম্যাচের সময় পাঞ্জাব কিংসের অবস্থা ছিল নাজুক—মাত্র ৮৩ রানেই পড়ে গিয়েছিল ৫ উইকেট, যার মধ্যে কেউই পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে। এমএস ধোনির গ্লাভসের পেছনে দাঁড়ানো, আর সামনে থাকা পাতিরানা, অশ্বিন, জাদেজা ও নুর আহমেদের মতো বোলারদের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তোলেন ২২ বছর বয়সী আর্য। ইনিংসের ১৩তম ওভারে পাতিরানার বলে টানা তিন ছক্কা ও একটি চার মেরে পৌঁছান তিন অঙ্কে।

তবে এই ইনিংস শুধুই একটা ঝলক নয়। প্রিয়াংশের উত্থান শুরু হয় দিল্লি প্রিমিয়ার লিগে, যেখানে তিনি এক ম্যাচে ৬ বলে ৬টি ছক্কা মেরে নজরে আসেন। পুরো টুর্নামেন্টে ১০ ইনিংসে করেন ৬০৮ রান, যার মধ্যে ছিল ৪টি ফিফটি ও ২টি সেঞ্চুরি, স্ট্রাইক রেট ছিল ১৯৮.৬৯।

এরপর মুশতাক আলী ট্রফিতে দিল্লির হয়ে খেলেন দুর্দান্ত একটি ইনিংস—৪৩ বলে ১০২, যেখানে প্রতিপক্ষ দলে ছিলেন জাতীয় দলের অভিজ্ঞ বোলার ভুবনেশ্বর কুমার ও পীযূষ চাওলা।

এই পারফরম্যান্সই তাকে পৌঁছে দেয় আইপিএলে। মাত্র ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যের এই ক্রিকেটার নিলামে বিক্রি হন ৩ কোটি ৮০ লাখ রুপিতে—অ্যানক্যাপড ক্রিকেটারদের মধ্যে এবারের আইপিএলে সর্বোচ্চ। দিল্লি ক্যাপিটালস ও বেঙ্গালুরুকে হারিয়ে তাকে দলে টানে পাঞ্জাব কিংস।

আইপিএলে এটাই তার প্রথম সেঞ্চুরি। যদিও তার আগের দুই ম্যাচে রান ছিল ৮ ও ০। অভিষেক ম্যাচে করেছিলেন ৪৭। তবে গতকালের ৯টি ছক্কার ইনিংসই বুঝিয়ে দিয়েছে, তিনি এসেছেন দীর্ঘ পথ চলতে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews