স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ।
দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গাজীরহাট হাজী নৈমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির পরিচিতি সভা ও নবনির্বাচিত কমিটির সভাপতিসহ নির্বাচিত সদস্যদের সংবর্ধণা প্রদান করা হয়।
রোববার সকালে বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত পরিচিতিসভা ও সংবর্ধণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নবনির্বাচিত কমিটির সদস্য সচিব মৃনাল কান্তি পাল। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী বিএনপি নেতা সৈয়দ নাসির আহমেদ। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এসএম ফারুক আহমেদ, ফাজেল আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনি মোহন বিশ্বাস,জয়ারাবাদ সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মনিতোষ কুমার বিশ্বাস, নির্বাচিত অভিভাবক সদস্য,স্বেচ্ছাসেবকদলের নেতা মো. বুলবুল শিকদার, শিক্ষক প্রতিনিধি সদস্য সঞ্জিত কুমার বিশ্বাস ও অভিভাবক শিলিমপুর গ্রামের বাসিন্দা নজরুল মোল্যা।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপির গাজীরহাট ইউনিয়নের আহবায়ক রামপ্রসাদ অধিকারী, বিএনপি নেতা সুবোধ কুমার বিশ্বাস, জুংগশিয়া গ্রামের বাসিন্দা ইকরাম শেখ, আজিজ শেখসহ বিদ্যালয়ের আশ-পাশের গ্রামের দুই শতাধিক গন্যমান্য ব্যক্তিবর্গ।
সংবর্ধণা সভায় বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-কর্মচারীরা নবনির্বাচিত কমিটির সভাপতিসহ সকল সদস্যদের ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।