প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। সাতক্ষীরার শ্যামনগর থানা মসজিদ ও নাসরুল উমুল সিদ্দিকীয় কুরবানিয়া মাদ্রাসার বহুতল বিশিষ্ট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়। শনিবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় উক্ত ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ ও থানা মসজিদ মাদ্রাসার সভাপতি মোঃ হুমায়ুন কবির মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে সাতক্ষীরা -৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, সাতক্ষীরা জেলা বি এন পির যুগ্ম আহবায়ক ডক্টর মনিরুজ্জামান, শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, সর্বস্তরের জনসাধারণ, শ্যামনগর থানা মসজিদ ও নাসরুল উলুম সিদ্দিকীয়া কুরবানিয়া মাদ্রাসার শিক্ষক মণ্ডলী ও ছাত্রবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।