1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে তালের রস খেয়ে একই পরিবারের ৬ সদস্য হাসপাতালে - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০২:১৯ অপরাহ্ন

যশোরে তালের রস খেয়ে একই পরিবারের ৬ সদস্য হাসপাতালে

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৮১ জন খবরটি পড়েছেন
যশোরে তালের রস খেয়ে একই পরিবারের ৬ সদস্য হাসপাতালে

তারিম আহমেদ ইমন, অভয়নগর (যশোর) প্রতিনিধি


যশোরের অভয়নগরে তীব্র গরমে তালের রস খেয়ে অসুস্থ হয়ে একই পরিবারের ছয়জন সদস্য হাসপাতালে ভর্তি হয়েছে। শনিবার রাতে পেটেব্যাথা, জ্বর ও ডায়েরিয়ার উপসর্গ নিয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন তারা। রোববার বিকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুর রাজিব এ তথ্য জানিয়েছেন।

অসুস্থ ব্যক্তিরা হলেন, যশোরের মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের কাচারীবাড়ি এলাকার সুভাষ দাসের বড় ছেলে আকাশ দাস (১৪), মেঝো ছেলে পরশ দাস (১২) ও ছোট ছেলে পরম দাস (৭)। সুভাষ দাসের ভাই লক্ষণ দাসের স্ত্রী জয়ন্তী দাস (৩৫), তার ছেলে স্বপ্ন দাস (২০) ও মেয়ে বর্ষা দাস (১১)। জানা যায়, বৃহস্পতিবার রাতে তালের রস খান এই একই পরিবারের ৬ জন সদস্য।

শুক্রবার সকালে শুরু হয় পেটেব্যাথা,পাতলা পায়খানা,বমি, জ্বরসহ নানান ধরণের উপসর্গ। এসময় স্থানীয় এলাকার গ্রাম্য ডাক্তারের চিকিৎসা গ্রহণ করেন তারা। তবে তাতে কোনো উন্নতি না দেখে শনিবার সকালে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগী জয়ন্তী দাস জানান, তালের রস খাওয়ার পর থেকে আমরা এক পরিবারের ৬জন গুরুতর অসুস্থ হয়ে পড়ি। এ ব্যাপারে অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুর রাজিব বলেন, তীব্র গরমের কারণে হাসপাতালে ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে তালের রস খেয়ে ভর্তি হওয়া ছয়জন রোগীর অবস্থা উন্নতির পথে। আশা করছি আগামীকাল তাদের রিলিজ দেয়া সম্ভব হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews