সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফজলুলুল হক (৫৫) নামে এক মাদ্রাসার আরবি প্রভাষকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৬টার দিকে নিজ বাড়িতে পানি দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
ফজলুলুল হক তারানীপুর গ্রামের বাসিন্দা এবং দরগাহপুর এনডিএস ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ফজরের নামাজের পর পুকুর থেকে বৈদ্যুতিক মোটর দিয়ে বাড়ির প্রাচীরে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা তাকে পুকুরের পানিতে বিদ্যুতের তারের সঙ্গে ভাসতে দেখেন।
ঘটনার পর স্থানীয় থানায় খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পুকুর থেকে মরদেহ উদ্ধার করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পারিবারিকভাবে দাফনের ব্যবস্থা করা হয়েছে।