1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভুটানে সাবিনাদের ২৫ গোল, এক ম্যাচেই পারো এফসির ২৮–০ জয় - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১২:২৫ অপরাহ্ন

ভুটানে সাবিনাদের ২৫ গোল, এক ম্যাচেই পারো এফসির ২৮–০ জয়

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৭৫ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

ভুটানের নারী লিগে প্রথম ম্যাচেই রীতিমতো গোলবন্যা বইয়ে দিয়েছে বাংলাদেশের চার ফুটবলারের দল পারো এফসি। থিম্পুতে অনুষ্ঠিত ম্যাচে সামৎসে এফসিকে ২৮–০ ব্যবধানে হারিয়েছে দলটি। এ জয়ে বড় ভূমিকা রেখেছেন সাবিনা খাতুন, মনিকা চাকমা, সুমাইয়া মাতসুশিমা ও ঋতুপর্ণা চাকমা।

ম্যাচের ৯তম মিনিট থেকে শুরু হওয়া গোল উৎসব থেমেছে অতিরিক্ত সময়ে গিয়ে। একাই ৯ গোল করে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন সাবিনা। মনিকার গোল ৭টি, সুমাইয়ার ৫টি এবং ঋতুপর্ণার ৪টি। এই চার বাংলাদেশি ফুটবলারের পা থেকেই এসেছে মোট ২৫টি গোল।

পারো এফসির জন্য এটি ছিল লিগের প্রথম ম্যাচ। যদিও মৌসুম শুরুর কথা ছিল ১৯ এপ্রিল, কিন্তু খেলোয়াড় নিবন্ধন সংক্রান্ত জটিলতায় তা পিছিয়ে শুরু হয় ১০ মে থেকে। লিগের অন্যতম সফল ক্লাব পারো এফসি এর আগে রেকর্ড পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে এবং এবারও সেই লক্ষ্যেই এগোচ্ছে। দলে ছয়জন বিদেশি খেলোয়াড়ের মধ্যে চারজনই বাংলাদেশি এবং তাঁরা সবাই সাফজয়ী।

ভুটানের নারী লিগে এর আগে বাংলাদেশের অন্য খেলোয়াড়রাও নজর কাড়েন। গত সোমবার ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে কৃষ্ণা রানী জোড়া গোল করে হয়েছেন ম্যাচসেরা। আর ১০ মে থিম্পু সিটির হয়ে গোল পেয়েছেন মারিয়া মান্দা।

এর আগে গত মঙ্গলবার রয়েল থিম্পু কলেজ ১৬–০ গোলে হারায় গেলফু সিটিকে। সেই ম্যাচকেও ছাপিয়ে গেছে পারো এফসির এই ২৮ গোলের জয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews