1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
নড়াইলে ছাত্রলীগ নেতার বাড়ি থেকে স্নাইপার রাইফেল উদ্ধার, পলাতক অভিযুক্ত - টেলিগ্রাফ বাংলাদেশ
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে তিনজন নিহত ঝুঁকিপূর্ণ সোনাহাট সেতু দিয়ে অতিরিক্ত পাথর পরিবহন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কুড়িগ্রামে তীব্র তাপদাহে মরছে মুরগি, লোকসানে খামারি কুড়িগ্রামে শতবর্ষী কড়ই গাছের ভেতরে অলৌকিক আগুন,নেভাতে ব্যর্থ ফায়ার সার্ভিস কুষ্টিয়ায় ছাত্রদল নেতার হামলায় জাসদ কর্মী নিহত, তদন্তে পুলিশ সঞ্চয়পত্রে সুদ কমছে, স্বল্প আয়ের মানুষের কষ্ট বাড়ার শঙ্কা জুলাই বিক্রি করিনি-পদত্যাগ করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাশেদ খান গৌরীপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা শ্যামনগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ঈশ্বরীপুর ইউনিয়ন ৩-০ গোলে জয়ী লবণ জলে, জীবন জ্বলে শীর্ষক “পানির কথা “অনুষ্ঠিত

নড়াইলে ছাত্রলীগ নেতার বাড়ি থেকে স্নাইপার রাইফেল উদ্ধার, পলাতক অভিযুক্ত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ২৭ জন খবরটি পড়েছেন

নড়াইল, ৯ জুন: নড়াইলের কালিয়া উপজেলায় অভিযান চালিয়ে সোহান মোল্যা (২৬) নামের এক যুবকের বাড়ি থেকে একটি ৪.৫ ক্যালিবারের স্নাইপার নাইট্রো রাইফেল, টেলিস্কোপ ও সাইলেন্সারসহ উদ্ধার করেছে যৌথবাহিনী। নিজেকে ছাত্রলীগ নেতা হিসেবে পরিচয় দেওয়া অভিযুক্ত সোহান মোল্যা অভিযান শুরুর আগেই তার বাবার সাথে পালিয়ে গেছেন। সোমবার নড়াইল সেনা ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, গত রবিবার মধ্যরাত থেকে সোমবার ভোর ৪টা পর্যন্ত চলা এই অভিযানটি যৌথভাবে পরিচালনা করে নড়াইল ও কালিয়া সেনা ক্যাম্প। গোয়েন্দা তথ্য ও নজরদারির ভিত্তিতে সোহান মোল্যার পুরুলিয়া গ্রামের বাড়িতে অভিযান চালানো হয়। সেনাবাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে ফেলে তল্লাশি চালিয়ে সোহানের বিছানার নিচ থেকে অত্যাধুনিক স্নাইপার রাইফেলটি উদ্ধার করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টেলিস্কোপিক সাইট ও সাইলেন্সার সংযুক্ত এই স্নাইপার রাইফেল ব্যবহার করে সোহান মোল্যা এলাকাবাসীকে হুমকির মুখে রেখেছিলেন। অভিযুক্ত সোহান, পুরুলিয়া গ্রামের আবুল কালাম মোল্যার ছেলে এবং খুলনার একটি কলেজের শিক্ষার্থী। স্থানীয় ২নং পুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল ইসলাম মনি এবং ওয়ার্ড মেম্বার মো. কোবাদ নিশ্চিত করেছেন যে সোহান এলাকায় নিজেকে ছাত্রলীগ নেতা বলে পরিচয় দিতেন, যদিও তার কমিটিতে থাকার বিষয়ে তারা নিশ্চিত নন।

অস্ত্র উদ্ধারের খবর পেয়েই সোহান ও তার বাবা বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত স্নাইপার রাইফেলটি কালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং সোহান মোল্লার বিরুদ্ধে কালিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, এ বিষয়ে যাচাই-বাছাই করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews