নিজস্ব প্রতিনিধি।
উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুপেয় পানি অধিকার বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান “পানির কথা” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) বিকাল ৫ টায় উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদ চন্ডিপুর গ্রামে গাজী বাড়ি ঈদগাহে যুব সংগঠন শরুব ইয়ুথ টিমের আয়োজনে ও একশন এইড বাংলাদেশের সহযোগিতায় এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপকূলীয় অঞ্চলের সুপেয় পানির অধিকার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রায় নারী ও যুবরা অংশ নেয়। সভায় বক্তরা বলেন এই পানির জন্য আমরা জীবনে নানা ধরনের চ্যালেঞ্জের স্বীকার হচ্ছি। কখনো জরায়ু কেটে ফেলা, টাকা দিয়ে পানি ক্রয় সহ নানা ধরনের সমস্যার কথা তুলে ধরেন বক্তারা।
সচেতনতামূলক এই আয়োজনে সুপেয় পানির জন্য নিজেদের জীবনের বাস্তব অভিজ্ঞতা নিয়ে জানান কেমন লাগে তাদের প্রতিদিন বিশুদ্ধ পানির জন্য লড়াই করতে।
পানি আনার কাজে কেউ হারাচ্ছেন শরীরের স্বাভাবিকতা, কেউ কর্মঘণ্টা, কেউবা নিজের সন্তান! সবকিছুই শুধু বিশুদ্ধ পানির জন্য।
উপকূলের এখানে পানি পাওয়া এখন শুধু অধিকার নয়, বরং এক কঠিন সংগ্রাম হয়ে দাঁড়িয়েছে।
শরুবের নির্বাহী পরিচালক এস এম জান্নাতুল নাঈম তিনি বলেন আমাদের কাছে এই আয়োজন ছিল কেবল একটি সভা নয়-বরং হাজারো নীরব কণ্ঠের উচ্চারিত প্রতিবাদ। আমরা বিশ্বাস করি, সুপেয় পানি পন্য নয়, এটি আমাদের অধিকার।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপকূল কন্যা অর্পিতা মন্ডল, হালিমা খাতুন, হৈমী মন্ডল, বিশাখা মন্ডল প্রমূখ।