দোহা সংবাদদাতা।
ঢাকার দোহার উপজেলায় নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার বাহ্রা স্কুলের কাছে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত হারুনুর রশিদ ওরফে হারুন মাস্টার বাহ্রা গ্রামের বাসিন্দা এবং নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, ফজরের নামাজের পর প্রতিদিনের মতো হাঁটতে বের হলে তিন যুবক তার ওপর গুলি চালায় এবং পালিয়ে যায়। আশেপাশের লোকজন গুলির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক নুসরাত তারিন জানান, মরদেহের মাথা, ঘাড় ও শরীরে মোট ছয়টি গুলির চিহ্ন পাওয়া গেছে।
নিহতের ভাতিজা মো. শাহিন বলেন, “কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমরা কিছুই বুঝতে পারছি না।”
দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয় কারো সঙ্গে পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ শুরু হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।