সিরাজগঞ্জ প্রতিনিধি।
সিরাজগঞ্জের সলঙ্গায় চিকিৎসার উদ্দেশ্যে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন এক বাবা ও তার ছেলে। মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সলঙ্গা থানার পুরনা বেড়া গ্রামের আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তার ছোট ছেলে জুয়েল খন্দকার (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অসুস্থ আব্দুল মান্নানকে নিয়ে তার দুই ছেলে ব্যাটারিচালিত অটোরিকশায় করে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। পথিমধ্যে নুর জাহান হোটেলের সামনে রাস্তায় খানাখন্দের কারণে রিকশাটি মহাসড়কের মাঝখানে উঠে পড়ে। ঠিক তখনই বনপাড়া থেকে আসা একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন আব্দুল মান্নান ও তার ছেলে জুয়েল খন্দকার। বড় ছেলে রাসেল খন্দকার আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় হাসপাতালে ভর্তি হন।
নিহতদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ভ্যানটি উল্টে গেলে বাবা-ছেলে রাস্তায় পড়ে যান এবং মুহূর্তেই একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দেয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, দুর্ঘটনার পর অটোভ্যান ও ট্রাকের চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। নিহতদের মরদেহ থানায় আনা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।