ডেস্ক নিউজ।
গুজরাটের মহিসাগর নদীর উপর অবস্থিত একটি সেতু ভেঙে পড়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল আটটার দিকে ভদোদরা ও আনন্দ জেলার সংযোগকারী ওই ব্যস্ত ব্রিজটি আচমকাই ভেঙে পড়লে একের পর এক যানবাহন নদীতে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় সেতুটির উপর দিয়ে দুটি ট্রাক, একটি অটোরিকশা এবং কয়েকটি গাড়ি চলছিল। ভেঙে পড়ার পর একটি ট্রাক ব্রিজের মুখে আটকে থাকলেও অন্য যানগুলো নদীতে পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল এবং ডুবুরি দল। স্থানীয়রাও উদ্ধার কাজে হাত লাগান। উদ্ধারকৃত আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, সেতুটি প্রায় ৪৩ বছরের পুরনো এবং দীর্ঘদিন ধরেই তা দুর্বল হয়ে পড়েছিল। সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত এবং নদীর পানি বৃদ্ধি দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে প্রশ্ন উঠছে, এমন পুরনো ও ব্যস্ত সেতুর পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ কেন হয়নি।
এই ঘটনায় রাজনৈতিক প্রতিক্রিয়াও দেখা দিয়েছে। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপিকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পুরনো বক্তব্যের প্রসঙ্গ টেনে এনেছে। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলেছেন, “এটি ‘অ্যাক্ট অফ গড’, না ‘অ্যাক্ট অফ ফ্রড’?” তিনি আরও বলেন, “এত বিকাশের চাপ নিতে পারেনি গুজরাট।”
২০১৬ সালে উত্তর কলকাতার পোস্তা সেতু ভেঙে পড়ার সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একে ‘অ্যাক্ট অফ গড’ হিসেবে বর্ণনা করেছিলেন। তখন নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন, সেটি ‘অ্যাক্ট অফ ফ্রড’। এবার গুজরাটে অনুরূপ দুর্ঘটনার পর সেই একই ভাষা ব্যবহার করে বিজেপিকে আক্রমণ শানাল তৃণমূল।