বিডিটেলিগ্রাফ ডেস্ক।
মুস্তাফিজুর রহমানের রেকর্ড গড়া মিতব্যয়ী বোলিংয়ে পাকিস্তানকে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো অলআউট করল বাংলাদেশ। রোববার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সফরকারীরা গুটিয়ে যায় মাত্র ১১০ রানে। মুস্তাফিজ ৪ ওভারে ১৮টি ডট বলসহ দেন মাত্র ৬ রান, তুলে নেন দুটি উইকেট।
এই পারফরম্যান্সের মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের কোনো বোলারের সবচেয়ে কম রান খরচে পূর্ণ ৪ ওভার বোলিংয়ের রেকর্ড গড়লেন মুস্তাফিজ। আগের রেকর্ডটিও ছিল তারই দখলে—গত বছর নেপালের বিপক্ষে ৭ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।
মুস্তাফিজ এই সংস্করণে এ নিয়ে চারবার ১০ রানের কম খরচ করে ৪ ওভার সম্পূর্ণ করলেন, যা আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে একমাত্র নজির। সাকিব আল হাসান, ভারতের ভুবনেশ্বর কুমার ও পাকিস্তানের ইমাদ ওয়াসিম এই কীর্তি গড়েছেন তিনবার করে।
ম্যাচের শুরু থেকেই মুস্তাফিজের কাটার, স্লোয়ার আর গতির তারতম্যে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। পাওয়ার প্লের শেষ ওভারে প্রথম আক্রমণে এসেই তিনি হাসান নাওয়াজকে ফেরান। এরপর ডেথ ওভারে ফের বোলিংয়ে এসে খুশদিল শাহকে তুলে নেন। এক বল পর ফাহিম আশরাফকেও আউট করার সুযোগ থাকলেও লিটন কুমার দাস রিভিউ না নেওয়ায় তা হাতছাড়া হয়।
পাকিস্তানের ইনিংসে সবচেয়ে বেশি ৪৪ রান করেন ফাখার জামান, যিনি দুইবার জীবন পেয়েছিলেন। শেষ দিকে ২২ রান করেন আব্বাস আফ্রিদি। তাসকিন আহমেদও বল হাতে কার্যকর ছিলেন—দেন ২২ রান, নেন ৩ উইকেট।
শেষ ওভারে তিন বলে তিন উইকেট হারিয়ে ১১০ রানে থামে পাকিস্তানের ইনিংস। টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে এটাই তাদের সর্বপ্রথম অলআউট হওয়া।১৮ ডট বল! মুস্তাফিজের বোলিংয়ে বিধ্বস্ত পাকিস্তান