বিডিটেলিগ্রাফ ডেস্ক।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক ঋতেশ কালরার বিরুদ্ধে জাল প্রেসক্রিপশন, চিকিৎসা প্রতারণা এবং রোগীদের কাছ থেকে যৌন সুবিধা দাবি করার অভিযোগে মামলা দায়ের হয়েছে। ৫১ বছর বয়সী এই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ২০ বছরের কারাদণ্ড এবং এক মিলিয়ন ডলার জরিমানা হতে পারে।
ফেয়ার লনের একটি ক্লিনিকে দীর্ঘদিন ধরে কর্মরত থাকা কালরার বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০১৯ সাল থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৩১ হাজারের বেশি জাল ওষুধ প্রেসক্রিপশন দিয়েছেন। অভিযোগ রয়েছে, তিনি চিকিৎসার নামে দুর্বল ও আসক্ত রোগীদের লক্ষ্য করে অপ্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেছেন এবং তাদের কাছ থেকে যৌন সুবিধা চেয়েছেন।
পুলিশ আরও জানায়, ঋতেশ কালরা ‘ঘোস্ট অ্যাপয়েন্টমেন্ট’ কৌশল ব্যবহার করে রোগী না দেখেই বিল করেছেন এবং মেডিকেড প্রকল্পে প্রতারণা করেছেন। এসব কারণে তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি অভিযোগ আনা হয়েছে।
মার্কিন বিচার ব্যবস্থার অধীনে সম্প্রতি তাকে আদালতে হাজির করা হয়। ম্যাজিস্ট্রেট জাজ আন্দ্রে এম এস্পিনোসা তার জামিন মঞ্জুর করেন এক লক্ষ ডলারের বিনিময়ে, তবে শর্তসাপেক্ষে গৃহবন্দী থাকতে হবে তাকে। একইসঙ্গে তার চিকিৎসা অনুশীলন ও প্রেসক্রিপশনের অধিকার বাতিল করা হয়েছে।
ডক্সিমিটি ও জোকডকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তার প্রোফাইল অনুযায়ী, তিনি পোল্যান্ডের মেডিকেল ইউনিভার্সিটি অফ সাইলেসিয়া থেকে ডিগ্রি লাভ করেছেন এবং দুই দশকেরও বেশি সময় ধরে প্রাথমিক চিকিৎসা দিয়ে আসছিলেন।