টেলিগ্রাফ ডেস্ক।
অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তাঁর অভিযোগ, এই উপদেষ্টা চিকিৎসা খাত সম্পর্কে অজ্ঞ এবং কেবল ড. মুহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ বলেই দায়িত্ব পেয়েছেন।
বুধবার চাঁদপুরে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় দেওয়া এক বক্তব্যে হাসনাত বলেন, “স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে তাঁর কোনো প্রয়োজন নেই। তিনি চিকিৎসা করাতে যান সিঙ্গাপুরে, আর দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে।” তিনি আরও বলেন, “তিনি গ্রামীণ ব্যাংকে ছিলেন, এটাই একমাত্র যোগ্যতা। তিনি ইউনূস সাহেবের ভাই-ব্রাদার কোটায় এসেছেন।”
হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, “স্বাস্থ্য উপদেষ্টার যে বেতন জনগণ দিয়েছেন, তা রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে দিয়ে তাঁর এখনই পদত্যাগ করা উচিত।” একইসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকারের প্রতি জনগণের উচ্চ প্রত্যাশা থাকলেও, স্বাস্থ্য ও আইনশৃঙ্খলা খাতে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।
বক্তব্যে তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করার অভিযোগও আনেন। তিনি বলেন, “লাশের ওপর দিয়ে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরতে চায়। তবে এবার আমরা তাদের ‘নাই’ করে দেব।”
চাঁদপুর বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম এবং যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
এর আগে এনসিপি নেতারা চাঁদপুর সার্কিট হাউসে জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। চাঁদপুরের সভা শেষে পদযাত্রাটি কুমিল্লার পথে রওনা হয়, পথে হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বরের উদ্বোধন এবং শাহরাস্তির দোয়াভাঙ্গায় আরেকটি পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।