ডেস্ক নিউজ।
শেষ ম্যাচে হোঁচট খেল বাংলাদেশ। হোয়াইটওয়াশের লক্ষ্যে মিরপুরে মাঠে নামলেও পাকিস্তানের বিপক্ষে ব্যাটে-বলে পাত্তাই পেল না লিটন দাসের দল। ৭৪ রানের বড় ব্যবধানে হেরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হলো ২-১ ব্যবধানে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে ৭ উইকেটে ১৭৮ রান। জবাবে বাংলাদেশ ১৬.৪ ওভারে সব কটি উইকেট হারিয়ে থামে মাত্র ১০৪ রানে।
রান তাড়ায় শুরুতেই ধস নামে টাইগার ইনিংসে। দলীয় কোনো রান না করতেই তানজিদ হাসান তামিম কট বিহাইন্ড হন সালমান মির্জার বলে। অধিনায়ক লিটন দাস ফেরেন পরের ওভারে, ৮ বলে ৮ রান করে বোল্ড হন ফাহিম আশরাফের বলে। পাওয়ার প্লের মধ্যে আরও তিন উইকেট হারায় স্বাগতিকরা—মেহেদী হাসান মিরাজ (৯), জাকের আলী (১) ও শেখ মেহেদী (০)।
এরপরও ব্যর্থ হয় মিডল অর্ডার। শামীম হোসেন ৫ রান করে বোল্ড হন, ওপেনার মোহাম্মদ নাঈম ১৭ বলে করেন মাত্র ১০ রান। ৪১ রানের মধ্যেই ৭ উইকেট হারিয়ে মূলত ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।
শেষ দিকে কিছুটা লড়াই করেন মোহাম্মদ সাইফউদ্দিন। তার ৩৪ বলে ৩৫ রানের ইনিংসে ২টি করে ছক্কা ও চার ছিল, যা শুধুই ব্যবধান কমিয়েছে।
পাকিস্তানের হয়ে দারুণ বোলিং করেন সালমান মির্জা। ১৯ রান দিয়ে নেন ৩টি উইকেট। ফাহিম আশরাফ ও মোহাম্মদ নাওয়াজ নেন ২টি করে উইকেট।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের হয়ে ঝড় তোলেন সাহিবজাদা ফারহান। তিনি করেন ৬৩ রান মাত্র ৪১ বলে, হাঁকান ৬টি চার ও ৫টি ছক্কা। তার সঙ্গে দ্রুত রান যোগ করেন হাসান নাওয়াজ (১৭ বলে ৩৩) ও মোহাম্মদ নাওয়াজ (১৬ বলে ২৭)। এতে নির্ধারিত ২০ ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৭৮।
বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ নেন সর্বোচ্চ ৩ উইকেট, খরচ করেন ৩৮ রান। নাসুম আহমেদ পান ২ উইকেট ২২ রানে।
প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৮ রানের জয় তুলে নিয়ে সিরিজ আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ। তবে শেষ ম্যাচের এই হার কিছুটা হতাশার ছাপ ফেলল দলের পারফরম্যান্সে।