বিডিটেলিগ্রাফ ডেস্ক।
ভারতের রাজস্থানের ঝালাওয়ার জেলায় একটি সরকারি স্কুল ভবন ধসে অন্তত চার শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু হয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে এখনও আরও বেশ কয়েকজন আটকা পড়ে আছেন।
শুক্রবার (২৫ জুলাই) সকাল ৮টা ৩০ মিনিটে মনোহর থানার পিপলোদি সরকারি বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে। তখন বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রায় ৪০ জন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন। ভিডিও ফুটেজে দেখা গেছে, তারা ধসে পড়া ভবনের নিচ থেকে শিক্ষার্থী ও কর্মীদের বের করে আনতে প্রাণপণ চেষ্টা করছেন।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, দ্রুত ঘটনাস্থলে ত্রাণ ও দুর্যোগ মোকাবিলা দল পাঠানো হয়েছে। উদ্ধারকাজ এখনো চলমান।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ধসে পড়া ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। এ নিয়ে একাধিকবার অভিযোগ জানানো হলেও তা উপেক্ষিতই থেকে যায়।
উল্লেখ্য, ভারতে অনেক পুরনো সরকারি ভবনের রক্ষণাবেক্ষণ ঘাটতি নিয়ে প্রায়ই সমালোচনা হয়ে থাকে, যা এমন মর্মান্তিক ঘটনার জন্ম দেয়।