বিডিটেলিগ্রাফ ডেস্ক।
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি বিচার বিভাগ ভবনে ভয়াবহ সন্ত্রাসী হামলায় পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৩ জন। নিহতদের মধ্যে একজন শিশু ও তার মা রয়েছেন।
শুক্রবার (২৫ জুলাই) সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানে এই হামলা ঘটে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে রয়টার্স ও দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, অজ্ঞাত বন্দুকধারীরা হঠাৎ ভবনে হামলা চালিয়ে গুলি ও গ্রেনেড নিক্ষেপ করে।
সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC) এ ঘটনায় তিনজন হামলাকারী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। যদিও হামলাকারীরা পুলিশের গুলিতে নাকি আত্মঘাতী বিস্ফোরণে মারা গেছে, তা নিয়ে সংশয় রয়েছে।
সিস্তান-বেলুচিস্তানের ডেপুটি পুলিশ কমান্ডার আলিরেজা দালিরি জানিয়েছেন, হামলাকারীরা দর্শনার্থীর ছদ্মবেশে ভবনে প্রবেশের চেষ্টা করে এবং ভেতরে ঢুকে একটি গ্রেনেড ছুঁড়ে মারে। এতে ভবনের ভেতরে থাকা অনেকেই হতাহত হন।
ইরানি গণমাধ্যমের বরাতে জানা গেছে, পাকিস্তানভিত্তিক বালুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী জাইশ আল-আদল এই হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি পূর্বে ইরানে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর ওপর হামলার সঙ্গে জড়িত ছিল।
ঘটনার পর জাহেদানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং তদন্ত চলছে।