বিডিটেলিগ্রাফ ডেস্ক।
মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের কালিয়া-১ টার্মিনাল থেকে ৮০ জন বাংলাদেশিসহ মোট ৯৯ জন ভ্রমণ ভিসাধারীকে ফিরিয়ে পাঠানো হয়েছে। দেশটির অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা যাচাইয়ে উত্তীর্ণ হতে না পারায় তাদের মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
২৫ জুলাই শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এক বিশেষ অভিযানে মালয়েশিয়ার বার্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি (একেপিএস) ৪০০ জনের বেশি ভ্রমণ ভিসাধারীর কাগজপত্র পরীক্ষা করে। এর মধ্যে ৯৯ জনকে প্রবেশে বাধা দেওয়া হয়।
নিষিদ্ধদের মধ্যে বাংলাদেশি পাসপোর্টধারী ৮০ জন, ভারতীয় ১০ জন এবং পাকিস্তানি ৯ জন পুরুষ রয়েছেন। প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা অভিবাসন সংক্রান্ত শর্ত পূরণে ব্যর্থ হয়েছেন এবং অনেকেরই সন্দেহজনক ভ্রমণ রেকর্ড রয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে ওইসব ব্যক্তিদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে একেপিএস। সংস্থাটি বলছে, মানবপাচার চক্র ও সামাজিক ভিসার অপব্যবহার রোধে কঠোর নজরদারি বজায় রাখা হবে এবং পর্যায়ক্রমে এমন অভিযান অব্যাহত থাকবে।