1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আকাশে ত্রাণ, ভূমিতে রক্ত: ইসরায়েলের ‘মানবিক বিরতি’ ঘিরে বিতর্ক - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না দেওয়ায় হামলা, কোটি টাকার মাছ লুট: ‘প্যান্ডামিক ফিশারিজ’ কর্তৃপক্ষের অভিযোগ এই সরকারের রন্ধ্রে রন্ধ্রে মৌলবাদ- প্রেসক্লাবে হিন্দু মহাজোটের কড়া বার্তা কুড়িগ্রাম-এ সাপের ছোবলে সাপুড়ের মৃত্যু বেসরকারি শিক্ষকদের বেতনে বার্ষিক ‘বিশেষ সুবিধা’ ঘোষণা যশোরের অভয়নগরে বাঁধ ভেঙে দুটি গ্রাম প্লাবিত, ক্ষুব্ধ স্থানীয়রা ৫ ঘণ্টার সহিংসতা, ১৩টি মামলা: গোপালগঞ্জে উত্তপ্ত রাজনীতি ১০টির বেশি সিম বাতিল করতে হবে অক্টোবরের মধ্যে: বিটিআরসি আগামী নির্বাচনে খালেদা জিয়া অংশ নেবেন, দাবি মিন্টুর ব্যারিস্টার কায়সার কামালের সহযোগিতায় চোখে দেখতে না পারার কষ্ট দূর হবে তাদের ৩৯ আসনের সীমানা পরিবর্তন: গাজীপুরে আসন বাড়ছে, বাগেরহাটে কমছে

আকাশে ত্রাণ, ভূমিতে রক্ত: ইসরায়েলের ‘মানবিক বিরতি’ ঘিরে বিতর্ক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৩১ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

ইসরায়েল জানিয়েছে, তারা গাজা উপত্যকায় আকাশপথে ত্রাণ সরবরাহ করেছে এবং সেখানে মানবিক করিডর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার এই তথ্য জানিয়ে দেশটি বলেছে, ত্রাণ সহায়তার মাধ্যমে তারা দুর্ভিক্ষ ঘটানোর অভিযোগের জবাব দিচ্ছে।

ইসরায়েলের সেনাবাহিনী টেলিগ্রামে জানিয়েছে, গাজায় ত্রাণ সরবরাহের অংশ হিসেবে আকাশ থেকে একটি চালান ফেলা হয়েছে। পাশাপাশি, রোববার সকালে নির্দিষ্ট এলাকায় ‘মানবিক বিরতি’ কার্যকর হবে বলে এক্সে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

তবে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থাগুলো বলছে, গাজার ২০ লাখের বেশি বাসিন্দার জন্য আকাশপথে ত্রাণ যথেষ্ট নয়। তারা আরও স্থলপথে ত্রাণ সরবরাহের অনুমতির আহ্বান জানিয়েছে।

এর আগে ২ মার্চ গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে ইসরায়েল, যদিও মে মাস থেকে সীমিতভাবে ত্রাণ অনুমোদন দেওয়া হয়।

ইউএই আবার গাজায় আকাশপথে ত্রাণ সরবরাহ শুরু করার ঘোষণা দিয়েছে। যুক্তরাজ্যও জর্ডানসহ অন্যান্য অংশীদারদের সঙ্গে এই সংকট মোকাবেলায় কাজ করছে।

এদিকে ইসরায়েলের আকাশপথে ত্রাণ সরবরাহের ঘোষণার মাঝেই ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, সর্বশেষ হামলায় অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের কেউ কেউ ত্রাণ বিতরণকেন্দ্রের কাছাকাছি ছিলেন।

আল-জাজিরার এক প্রতিবেদন বলছে, গাজাগামী আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের একটি জাহাজ আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। সংস্থাটি দাবি করেছে, জাহাজটির আরোহীদের ‘অপহরণ’ করা হয়েছে এবং ক্যামেরাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

গাজায় মানবিক সংকট দিন দিন চরমে পৌঁছাচ্ছে। শিশুদের মধ্যে চরম অপুষ্টির ব্যাপারে সতর্ক করেছে আন্তর্জাতিক সংস্থাগুলো।

হামাসের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে ১,২১৯ জনের মৃত্যু হয়। পাল্টা ইসরায়েলি অভিযানে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে এ পর্যন্ত ৫৯,৭৩৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews