1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
'ফিলিস্তিন রাষ্ট্র' ঘোষণায় মুসলিম বিশ্বে ম্যাক্রনের প্রশংসা-বন্যা - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয়করণের দাবিতে শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের অনশন জুলাই সনদ মেনে নেব না : সংসদ ভবনের সামনে বিক্ষোভে জুলাইযোদ্ধারা দুর্গাপুরে সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা জুলাই সনদে স্বাক্ষর: নতুন বাংলাদেশের সূচনা- প্রধান উপদেষ্টা ড. ইউনূস গোপালগঞ্জে মোবাইল চার্জ নিয়ে চা বিক্রেতা খুন, মেকানিক গ্রেফতার রাকসু নির্বাচনে শিবির-সমর্থিত জোটের জয় সংসদ ভবনের সামনে উত্তেজনার পর ‘জুলাই সনদ’-এ জরুরি সংশোধন ঘোষণা সংসদ ভবনে ‘জুলাই যোদ্ধাদের’ বিক্ষোভে সংঘর্ষ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ আগামী রমজান ১৯ ফেব্রুয়ারি, ঈদুল ফিতর ২০ মার্চ: জ্যোতির্বিদদের পূর্বাভাস দুই খুদে ফুটবলারের দায়িত্ব নিল বিএনপি, মাসিক সহায়তার ঘোষণা

‘ফিলিস্তিন রাষ্ট্র’ ঘোষণায় মুসলিম বিশ্বে ম্যাক্রনের প্রশংসা-বন্যা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৪৪ জন খবরটি পড়েছেন

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনের ঘোষণায় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তে বিশ্বজুড়ে মুসলিম বিশ্বে ব্যাপক প্রশংসা শুরু হয়েছে। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, আগামী সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।

ম্যাক্রন বলেন, ‘‘এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো গাজায় যুদ্ধের অবসান ও সাধারণ মানুষের জীবন রক্ষা করা।’’ একইসঙ্গে তিনি বন্দী মুক্তি, গাজায় মানবিক সহায়তা এবং হামাসকে নিরস্ত্র করার আহ্বান জানান। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পাশাপাশি তার টিকে থাকার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার কথাও বলেন তিনি।

প্রেসিডেন্ট ম্যাক্রনের এই ঘোষণাকে অনেকেই ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে অভিহিত করেছেন। ফিলিস্তিনসহ তুরস্ক, জর্ডান, পাকিস্তান, বাংলাদেশ এবং ইউরোপের বহু মুসলিম ম্যাক্রনের এই অবস্থানকে ‘সাহসিকতা’ হিসেবে দেখছেন। সামাজিক মাধ্যমে তাকে “নবনির্বাচিত মুসলিম মন” এবং “মুসলমানদের বন্ধু” বলেও অভিহিত করা হচ্ছে।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ম্যাক্রনের পদক্ষেপকে “আন্তর্জাতিক ন্যায়বিচারের পক্ষে শক্ত বার্তা” বলে স্বাগত জানিয়েছে। যদিও বাংলাদেশ সরকার এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে—ঢাকা ফ্রান্সের অবস্থানকে ইতিবাচকভাবেই দেখছে।

বিশ্লেষকরা মনে করছেন, ফ্রান্সের এই অবস্থান ভবিষ্যতে ইউরোপীয় ঐক্য এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ককে নতুন সমীকরণের মুখে ফেলতে পারে। তবে ম্যাক্রনের মতে, এই পদক্ষেপের মাধ্যমে শুধু ফিলিস্তিন নয়, বরং গোটা অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার পথ সুগম হবে।

সামাজিক মাধ্যম এক্স, ফেসবুক ও ইনস্টাগ্রামে ম্যাক্রনের বক্তব্য ব্যাপকভাবে শেয়ার হচ্ছে। অনেকেই বলছেন, পশ্চিমা বিশ্বে এধরনের অবস্থান সাধারণত দেখা যায় না এবং ম্যাক্রনের এই পদক্ষেপ মুসলিম বিশ্বে একটি আস্থার জায়গা তৈরি করবে।

বিশ্ব রাজনীতিতে এই ঘোষণা কতটা প্রভাব ফেলবে, তা সময় বলবে। তবে সন্দেহ নেই, ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির পথে এমানুয়েল ম্যাক্রনের এই পদক্ষেপ আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews