1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুর্গাপুরে কমরেড মণি সিংহের ১২৪তম জন্মবার্ষিকী পালিত - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্পের পাল্টা আঘাত: ভারতীয় পণ্যে ২৫% শুল্ক, নিষেধাজ্ঞা ৬ কোম্পানির ওপর জুলাই যোদ্ধা’দের শাহবাগ অবরোধ, দাবি আদায়ে অনড় চাঁদা না দেওয়ায় হামলা, কোটি টাকার মাছ লুট: ‘প্যান্ডামিক ফিশারিজ’ কর্তৃপক্ষের অভিযোগ এই সরকারের রন্ধ্রে রন্ধ্রে মৌলবাদ- প্রেসক্লাবে হিন্দু মহাজোটের কড়া বার্তা কুড়িগ্রাম-এ সাপের ছোবলে সাপুড়ের মৃত্যু বেসরকারি শিক্ষকদের বেতনে বার্ষিক ‘বিশেষ সুবিধা’ ঘোষণা যশোরের অভয়নগরে বাঁধ ভেঙে দুটি গ্রাম প্লাবিত, ক্ষুব্ধ স্থানীয়রা ৫ ঘণ্টার সহিংসতা, ১৩টি মামলা: গোপালগঞ্জে উত্তপ্ত রাজনীতি ১০টির বেশি সিম বাতিল করতে হবে অক্টোবরের মধ্যে: বিটিআরসি আগামী নির্বাচনে খালেদা জিয়া অংশ নেবেন, দাবি মিন্টুর

দুর্গাপুরে কমরেড মণি সিংহের ১২৪তম জন্মবার্ষিকী পালিত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৩৭ জন খবরটি পড়েছেন

নেত্রকোণা প্রতিনিধি।

ব্রিটিশবিরোধী সংগ্রামী, টঙ্ক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা,মেহনতী মানুষের মুক্তি সংগ্রাম ও সমাজতন্ত্রের মহান নেতা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মণি সিংহের ১২৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে নেত্রকোণার দুর্গাপুরে সোমবার (২৮ জুলাই) দিনব্যাপী নানা অনুষ্ঠান আয়োজিত হয়।

কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটির আয়োজনে দুর্গাপুর পৌর শহরের কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য,বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবক ও মেলা উদযাপন কমিটির আহ্বায়ক কমরেড ডা. দিবালোক সিংহ। এরপর বীর মুক্তিযোদ্ধা,বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের পক্ষ থেকে কমরেড মণি সিংহের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিকেলে এই মহান নেতার জীবন ও কর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কমরেড ডা. দিবালোক সিংহের সভাপতিত্বে সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রুপন কুমার সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মেলা উদযাপন কমিটির যুগ্ম-আহবায়ক অজয় সাহা, উপজেলা সিপিবি’র সভাপতি আলকাছ উদ্দিন মীর, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলম,উপজেলা উদীচীর সভাপতি শামছুল আলম খান,সুধী সমাজের প্রতিনিধি বীরেশ্বর চক্রবর্তী,সংস্কৃতিজন শফিউল আলম স্বপন, নারী নেত্রী তাসলিমা বেগম, শিক্ষক জাহাঙ্গীর আলম রিপন এবং জেলা আদিবাসী ইউনিয়ন সভাপতি নিরন্তর বানোয়ারী।

আলোচকরা বলেন,কমরেড মণি সিংহ আজীবন শোষিত-বঞ্চিত মানুষের জন্য কাজ করেছেন। মেহনতী মানুষের জন্য তিনি আজীবন লড়াই-সংগ্রাম করেছেন। শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তিনি প্রতিনিয়ত লড়ে গেছেন। তিনি আমাদের আদর্শের বাতিঘর। তার জীবন ও কর্ম আমাদের পথ দেখাবে।

সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমি ও উদীচী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এরপর কমরেড মণি সিংহের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews