বিডিটেলিগ্রাফ।
চীনের রাজধানী বেইজিংয়ে কয়েক দিনের টানা ভারী বর্ষণে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। পার্বত্য মিয়ুন ও ইয়ানছিং এলাকায় এসব প্রাণহানির ঘটনা ঘটে বলে জানায় সরকারি বার্তা সংস্থা শিনহুয়া।
বৃষ্টির তীব্রতায় সোমবার রাত পর্যন্ত শহরের ৮০ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। তীব্র বর্ষণের কারণে শহরের বহু রাস্তা, গ্রাম ও অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে অন্তত ১৩৬টি গ্রাম।
বেইজিংয়ের উত্তরাঞ্চলে ৫৪৩.৪ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেখানে শহরের বার্ষিক গড় বৃষ্টিপাত ৬০০ মিলিমিটার। সবচেয়ে তীব্র বৃষ্টিপাত হয় পাহাড়ি হুয়াইরো এলাকায়—মাত্র এক ঘণ্টায় ৯৫.৩ মিলিমিটার।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি ছিয়াং পৃথক বিবৃতিতে উদ্ধার কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন। শি জিনপিং বলেছেন, “বেইজিংসহ হেবেই, জিলিন ও শানডংয়ে প্রাণহানি ও সম্পদের ক্ষতি ভয়াবহ মাত্রায় পৌঁছেছে।”
সরকারের পক্ষ থেকে বন্যা-দুর্যোগ মোকাবিলায় ৫৫০ মিলিয়ন ইউয়ান (প্রায় ৭৬ মিলিয়ন মার্কিন ডলার) ত্রাণ তহবিল বরাদ্দ দেওয়া হয়েছে। এ অর্থ মূলত ক্ষতিগ্রস্ত পরিবহন, পানি, চিকিৎসা ও অন্যান্য সেবামূলক অবকাঠামো পুনর্গঠনে ব্যয় হবে।
মিয়ুন রিজার্ভারে বর্তমানে পানির স্তর ৭৩০ মিলিয়ন কিউবিক মিটারে পৌঁছেছে এবং ইতিমধ্যে ১২০ মিলিয়ন কিউবিক মিটার পানি ছাড়া হয়েছে। নিচু এলাকার নদী ও জলাধার থেকে দূরে থাকতে বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।
বেইজিংয়ে সোমবার সর্বোচ্চ মাত্রার বৃষ্টি ও বন্যা সতর্কতা জারি করা হয়েছে। শহর কর্তৃপক্ষ বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।