বিডিটেলিগ্রাফ ডেস্ক।
দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক মন্ত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে ১৫৮ কোটির বেশি টাকার সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে।
মঙ্গলবার (২৯ জুলাই) দুদকের উপপরিচালক মো. আক্তারুল ইসলাম এই মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, আসাদুজ্জামান নূর জ্ঞাত আয়বহির্ভূত ৫ কোটি ৩৭ লাখ টাকার সম্পদ অর্জন ও ভোগ করেছেন।
এছাড়া, তার নামে থাকা ১৯টি ব্যাংক অ্যাকাউন্টে ৮৫ কোটি ৭২ লাখ টাকার জমা এবং ৭৩ কোটি ৫ লাখ টাকা উত্তোলনসহ মোট ১৫৮ কোটি ৭৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
মামলাটি করা হয়েছে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায়।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেপ্তার হন নীলফামারী-২ আসনের সাবেক পাঁচবারের সংসদ সদস্য এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর।