1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ব্যারিস্টার কায়সার কামালের সহযোগিতায় চোখে দেখতে না পারার কষ্ট দূর হবে তাদের - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে কোটি টাকার প্রতারণা, ব্যাংক হিসাব ফ্রিজ কুষ্টিয়ায় খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার আগামী পাঁচ দিনে দেশে অতি ভারি বর্ষণের আশঙ্কা পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন জুলাই অভ্যুত্থানে শিবিরের নির্দেশ ছিল না: নাহিদ ইসলাম অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, বগা ফেরিঘাটের ইজারা বাতিল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে কানাডা: মার্কিন বিরোধিতা স্পষ্ট ক্যালিফোর্নিয়ায় এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট প্রাণে বাঁচলেন দলীয় বিশৃঙ্খলায় বিএনপির ‘জিরো টলারেন্স’, একদিনেই বহিষ্কার ২০

ব্যারিস্টার কায়সার কামালের সহযোগিতায় চোখে দেখতে না পারার কষ্ট দূর হবে তাদের

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৬১ জন খবরটি পড়েছেন

নেত্রকোণা প্রতিনিধি।

নেত্রকোণার দুর্গাপুরে দু:স্থ-অসহায় মানুষের ভরসা হয়ে পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তার উদ্যোগে প্রায় অন্ধত্বের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া বয়োজ্যেষ্ঠ মানুষরা এবার চোখের আলো ফিরে পাচ্ছেন। যারা আর্থিক অনটনে এতোদিন চোখের চিকিৎসা করাতে পারেননি তাদেরকে নিজ অর্থায়নে চক্ষু চিকিৎসার ব্যবস্থা করেছেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ‘আর্তমানবতার সেবায় বিএনপি’ এই ভাবনাকে উপজীব্য করে কায়সার কামাল সাধারণ মানুষের জন্য নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করছেন। তার উদ্যোগে হতদরিদ্র মানুষ পেয়েছে নির্ভরতা।

এই মানবিক উদ্যোগে সম্পূর্ণ ফ্রিতে চক্ষু চিকিৎসা সেবা পাবার পাশাপাশি তাদের খাওয়াদাওয়া,ঔষধ,যাতায়াত সহ চিকিৎসা সংক্রান্ত অন্যান্য যাবতীয় খরচও বহন করছেন এই বিএনপি নেতা।

গত ফেব্রুয়ারিতে দুর্গাপুর উপজেলা বিএনপির উদ্যোগে এবং ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোণা গ্রামে আয়োজিত ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা নিতে আসা ৯৩২ জন রোগীর চোখের ছানি অপারেশনের জন্য চূড়ান্ত করা হয়। পরবর্তীতে বিভিন্ন ধাপে রোগীদের চোখের অপারেশন করা হয়।

এই কর্মযজ্ঞের ধারাবাহিকতায় বুধবার (৩০ জুলাই) ৪৫ জন চোখের রোগীকে ময়মনসিংহের ড. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে চোখের ছানি অপারেশনের জন্য পাঠানো হয়। তাদের মধ্যে ১৯ জন নারী এবং ২৬ জন পুরুষ রয়েছেন। বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্বেচ্ছাসেবকরা রোগীদের দুর্গাপুর থেকে বাসযোগে হাসপাতালে পৌঁছে দেন।

চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন, অপারেশন করে চোখের আলো ফিরে পাবার প্রতীক্ষায় রয়েছেন তারা।

চোখের ছানি অপারেশন করতে আসা রোগী আয়েশা আক্তার বলেন,বহুদিন ধরে চোখের অসুখে ভুগছি। অর্থকষ্টে চিকিৎসা করাতে পারিনি এতোদিন। এবার আমার চোখের চিকিৎসার ব্যবস্থা করেছেন ব্যারিস্টার কায়সার কামাল সাহেব।

দীর্ঘদিন ধরে চোখে ছানি পড়েছে উপজেলার বালিচান্দা গ্রামের আব্দুল গফুরের। তিনি বলেন,আমাদের মতো গরীব মানুষের নুন আনতে পান্তা ফুরায়। বড় হাসপাতালে গিয়ে চোখের চিকিৎসা করানো আমাদের সম্ভব না। তবে কায়সার কামালের সহযোগিতায় এবার আমার চোখের অপারেশন হবে।

রামবাড়ি গ্রামের বাসিন্দা সবুজ মিয়া এসেছেন চোখের চিকিৎসা নিতে। তিনি বলেন,আমরা গরীব মানুষ। সংসার চালাতে কষ্ট হয়। চোখের চিকিৎসা করাতে পয়সা জোগাড় করতে পারছিলাম না। ব্যারিস্টার কায়সার ভাই আমাদের বিনামূল্যে চোখের চিকিৎসা করাচ্ছেন। ছানি অপারেশন করলে চোখে দেখতে না পারার কষ্ট দূর হবে।

জানা গেছে,বিভিন্ন ধাপে ৯৩২ জন রোগীর অনেকেরই চোখের ছানি অপারেশন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে বাকিদেরও দ্রুত সময়ের মধ্যে অপারেশন সম্পন্ন হবে।

বিএনপির মানবিক এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews