বিডিটেলিগ্রাফ ডেস্ক।
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু দাবি করেছেন, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলে বিএনপি ফেনীসহ সারাদেশেই জয়ী হবে। তিনি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন এবং বর্তমানে তিনি কিছুটা সুস্থতার দিকে আছেন।
বুধবার (৩০ জুলাই) দুপুরে ফেনী শহরের এক মিলনায়তনে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প বিষয়ক অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের বিষয়ে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। তার মতে, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির আগেই, এমনকি জানুয়ারিতেও হতে পারে।
মিন্টু আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক একটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। আদালতের রায় অনুযায়ী যদি ওই ব্যবস্থা পুনর্বহাল হয়, তাহলে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সেই নির্বাচন হবে শান্তিপূর্ণ ও স্বচ্ছ।
প্রকল্পভিত্তিক বক্তব্যে মিন্টু বলেন, ফেনীবাসীর দুর্ভোগ লাঘবে মুহুরী-কহুয়া প্রকল্প দ্রুত বাস্তবায়ন জরুরি। দক্ষ ও অভিজ্ঞ জনবল নিয়োগে জোর দিলে এটি টেকসইভাবে সম্পন্ন করা সম্ভব।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ভিপি জয়নাল, এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু, জাসদ নেতা শহিদ উদ্দিন মাহমুদ স্বপনসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ।